Daily Prothom Barta - Menu
বন্দরে অটো চাপায় শিশু ছাত্র নিহত
নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক চাপায় প্রথম শ্রেনীর ছাত্র লিমন (৭) নিহত হয়েছে। শুক্রবার (৩ আগষ্ট) সন্ধা ৭টার সময় বন্দরে রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোবাইকসহ চালক বাদশা মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর খেয়াঘাটে থেকে বেপোরোয়া ভাবে একটি অটো বাইক সোনাকান্দা যাবার পথে রূপালী আবাসিক এলাকায় শিশু লিমনকে চাপা দিলে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। নিহত শিশু লিমন একই এলাকার দিন মজুর সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, রূপালীতে অটো চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। অটো চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম