Daily Prothom Barta - Menu
আগামীকাল সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী
আগামীকাল ৪ আগষ্ট (শনিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃতি সন্তান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগ ফেরাত কামনা করে শনিবার নিজ বাড়ী উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এবং সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া এ উপলক্ষ্যে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু সর্মথিত নেতাকর্মীরা ও আব্দুল মতিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন পৃথকভাবে সকালে মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিলও আলোচনা সভার আয়োজন করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালে ৪ আগষ্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মতিন চৌধুরী জাতীয় সংসদে তিনবার সদস্য ছিলেন । দুইবার মন্ত্রীও ছিলেন তিনি।#