Daily Prothom Barta - Menu
অটো বাইক বন্ধের দাবিতে থানা ঘেরাও
নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক বন্ধের দাবিতে শুক্রবার (৩ আগষ্ট) রাতে দীর্ঘ সময় থানা ঘেরাও করে রাখে এলাকাবাসী। এলাকাবাসীয় অবৈধ ব্যাটারি চালিত অটো বাইক রাস্থা থেকে উচ্ছেদের দাবি জানায়। তারা জানান, কিছু অর্থ লোভী ব্যক্তিরা নিজের স্বার্থ হাসিলের লক্ষ্য অবৈধ ব্যাটারী চালিত অটো বাইক রাস্তায় নামিয়েছে। অদক্ষ চালক দিয়ে অটো বাইক চালানোর কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ চুরি করে অটো বাইকে চার্জ দেওয়ায় বিদ্যুৎ এর ঘাটতি পরছে ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলছে। তারা প্রশাসনের কাছে রাস্তা থেকে অবৈধ অটো বাইক উচ্ছেদের দাবী জানান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি এ কে এম শাহীন মন্ডলের জানান, এলাকাবাসী আমাদের কাছে যে দাবি করেছে সেটি হলো রুপালী আবাসিক এলাকার উপর দিয়ে কোন অটো বাইক চলতে পারবে না।আমি সেটি বাস্থবায়ন করার চেষ্টা করবো।#
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম