Daily Prothom Barta - Menu
যে কোন মূল্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে: এসপি মঈনুল হক
নারায়ণগঞ্জের এসপি মঈনুল হক বলেছেন, যে কোনো মূল্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটি স্বাধীন দেশ পেয়েছি। কাজেই মুক্তিযুদ্ধের চেতনাকে সবার উর্ধ স্থান দিতে হবে।
এসপি মইনুল হক মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। এই মহান নেতার স্বপ্ন পূরনের জন্য এ দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে হবে। আর জাতির পিতার আদর্শ আমাদের অনুসরণ করে সুখি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে হবে। এজন্য জাতির মহান সন্তান মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমাদের সামনে অনেক সংকট আসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে সে সংকট মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার (৭ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জে তার কার্যালয়ে মুক্তিযোদ্ধারা তাকে পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এসপি মইনুল হক দুই বার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেয়েছেন। ও পুলিশ পদক পেয়েছেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাসের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিউদ্দিন মোল্লা, মুজিবুর রহমান সাউদ, শহীদুল ইসলাম, এহসান কবীর রমজান, আবদুস ছালাম, আফসার উদ্দিন জন এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ।#