Daily Prothom Barta - Menu
জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ের সম্মুখে আজ বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু বলেন, আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালনের সাথে সম্পৃক্ত সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হবার পথে আছে। উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্টের দিন সমগ্র সোনারগাঁও উপজেলা জুড়ে কয়েক শত স্পটে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে। এ সময় সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#