Daily Prothom Barta - Menu
তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোট থেকে সড়ে দাড়ালেন
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যমকে তার সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে আবু হানিফ হৃদয় অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু এমপি তার চরিত্রহরণ, গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রচারণা থেকে দূরে সরে থাকতে বলেছেন। এ নিয়ে কমিশনে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি।
কে এম আবু হানিফ আরও বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন প্রতিটি গ্রামে কাউকে এজেন্ট না থাকার জন্য ভয়ভীতি-আতঙ্ক সৃষ্টি করে সিল মারার পরিকল্পনা করছে। তাদের এই কৌশলগত ভয় ছড়ানোর কারনে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এ কারনে সোনালী আশ প্রতীকের এ প্রার্থী নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে নির্বাচন বর্জন করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।