Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হবার পর হাসপাতালে নেয়া হলে হত্যা মামলার এক হাজতির মৃত্যুর হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১ টা ৪০ মিনিটে কালা চান নামে ঐ আসামি মারা যায়। মৃত্যুবরণ করা আসামি কালা চান ফতুল্লা থানার ২০০৬ সালে একটি হত্যা মামলার আসামি ও আজমত উল্লাহের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, ২০০৬ সালে ফতুল্লা থানায় একটি হত্যা মামলার আসামি কালা চান ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। বিচারাধীন মামলার আসামি কালা চান শনিবার দুপুর ১ টায় বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ১ টা ৭ মিনিটে তাকে হাসপাতালে প্ররণ করি আমরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ টা ৪০ মিনিটে সে মারা যায়।
তিনি আরো জানান, মৃত্যুর কারণ চিকিৎসকরা বলেছেন হার্টে সাডেন কার্ডিয়াক এ্যাটাক।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম