Daily Prothom Barta - Menu
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ নাসিক কাউন্সিলরের বড় ভাই ও সহযোগী গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বড় ভাই ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী রিপন (৩৫)। রবিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ কমিশনার রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা ও তার সহযোগী রিপনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া খোকন মোল্লা নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর ছিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম