Daily Prothom Barta - Menu
যুবলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে ইটালী প্রবাসী ও যুবলীগ নেতার স্ত্রী আয়েশা আক্তার মিতু (২৬) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফতুল্লার পুলিশ লাইন আফাজ নগর থেকে উদ্ধার করা হয় ।
নিহত তরুণী শরিয়তপুর জেলার নড়িয়া থানার মূলফুতগঞ্জের ইটালী প্রবাসী হান্নান মিয়ার মেয়ে ও বিসিক শাসনগাঁও এলাকার যুবলীগ নেতা সোহেলের স্ত্রী। সোহেল মাতবের এটি দ্বিতীয় বিয়ে বলে জানা যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানায়, নিহত তরুনী ইটালী প্রবাসী। তিন বছর পূর্বে সে ইটালী থেকে বাংলাদেশে আসে। তার বাবাও ইটালীতে দীর্ঘদিন ধরে বসবাস করে। নিহত তরুনীর বর্তমান স্বামী বিসিকের স্থানীয় যুবলীগ নেতা সোহেল মাতবরের স্ত্রী। এর আগে নিহত তরুণীর বিয়ে হয়েছিলো। বনিবনা না হওয়ায় সে দেশে ফিরে এসে প্রথম স্বামীকে ডিভোর্স দেয়। আগের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। চার মাস পূর্বে সে সোহেলকে পারিবারিক সম্মতিক্রমে বিয়ে করে। সোমবার সকালে নিহত তরুণী বিসিকস্থ স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়ী আফাজ নগরে আসে। পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে নিহতের সাথে তার পরিবারের সদস্যদের সাথে মনমালিন্য এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিহত তরুণী তার মায়ের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। দুপুর একটার দিকে নিহতের মা সহ ভাইয়েরা ডাকাডাকি করে কোন সারশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যরা তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।