Daily Prothom Barta - Menu
মহাসড়ক দখল মুক্ত করল প্রশাসন
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (০৩ ফেব্রুয়ারি ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া, ভূলতা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধ ভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। গত ৪ দিন আগে আমরা সতর্কতামূলক ভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলাম । ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সকল স্থাপনা বোল্ডরেজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম । পূর্বের সময় অনুযায়ী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাল এলাকায় অবৈধ ভাবে বসানো ফুটপাত ও স্থাপনা বেকু এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, ছাত্রী সাধারণ ও পথচারীরা।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম