Daily Prothom Barta - Menu
বন্দরে কিশোর গ্যাং শুভ বাহিনীর হামলায় তিন জন আহত
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরে কিশোর গ্যাং শুভ বাহিনির বিরুদ্ধে রুপালী আবাসিক এলাকায় তিন জনকে কুপিয়ে রক্তাক্ত যখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রুপালী ও ছালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রানা (৩১), শান্ত (২৬) ও ইব্রাহিম (১২)। এ ঘটনায় বন্দর থানায় তিনটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন কিশোর গ্যাং লিডার শুভ (২৪), রবিন (২২), আলামিন (২৭), স্মাট(২১), শামিম(২৬), তন্ময়(১৭), রায়হান(১৮), পারভেজ(২৯)সহ আরও আট থেকে ১০ জন সদস্য।
এলাকাবাসী জানায়, শুভ বাহিনী সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। এরা চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে। তাদের জন্য সর্বদা আতঙ্কে থাকতে হয়। এদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে রামদা নিয়ে প্রাই এলাকার মথ্যে প্রকাশে গুরে বেরায় এবং যে কারো উপর আতংকা হামলা চালিয়ে বসে। গত বৃহস্পতিবার রাতে রামদা চাকু নিয়ে রুপালি এলাকায় হামলা চালিয়ে ২ জনকে রক্তাক্ত জক্ষম করে আবার নাসিক ২১ নং ওয়ার্র্ড কাউন্সিল শাহিন মিয়ার ছেলে ইব্রাহিমের উপর হামলা চালায়। আমরা এলাকাবাসী এখন তাদের কাছে জিম্মি হয়ে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্র্ষণ করছি এদের আইনের আওতায় আনার জন্য।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটকে অভিযান চালানো হচ্ছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম