Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. পনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্য রাতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পনির হোসেন বৈদ্যোরবাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালে পনির হোসেন মাদকসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়। ওই সময় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক মামলা দায়ের হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়ার পর দেড় মাস জেলে থেকে জামিনে মুক্ত হয়। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে ২০১৮ সালে আদালত তাকে সাত বছরের কারাদন্ড প্রদান করে। জামিনে বেড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। পুলিশ গত রোববার মধ্য রাতে খামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ওসি এম এম কামরুজ্জামান বলেন, সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।