Daily Prothom Barta - Menu
কাগজের কার্টুনে বিদেশী মদ: দুই যুবক গ্রেফতার
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরেরিজম ইউনিট ।এসময় এক পালিয়ে গেছে ।
সোমবার মধ্য রাতে পঞ্চবটি এ্যাডভাঞ্চার ল্যান্ড র্পাকের সামনে থেকে তাদেও গ্রেফতার করা হয়েছে ।এসময় তাদের হেফাজত থেকে কাগজের কার্টুনে থাকা ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন, মো: সাব্বির হাওলাদার (২৫) ফতুল্লা থানাধীন কাশিপুর ৩ নং ওয়ার্ড এলাকার মিলন হাওলাদারের ছেলে ও মো: আমিরুল ইসলাম (২৩) একই থানা ওয়ার্ডের নুরুল হকের ছেলে ।এসময় পালিয়ে যাওয়া যুবকের নাম উদয় (২৬) ।
কাউন্টার টেরেরিজম ইউনিটের উপ পরির্দশক মিজানুর রহমান জানান, ঢাকা মুন্সিগঞ্জ রোড় দিয়ে মাদক পাচার হচ্ছে ।এমন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি এ্যাডভাঞ্চার ল্যান্ড র্পাকের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো: সাব্বির হাওলাদার ওমো: আমিরুল ইসলামকে আটক করা হয় ।এসময় তাদের সাথে থাকা অপর একজন পালিয়ে ।তখন তাদের সঙ্গে কাগজে কার্টুনে থাকা ১৫ বোতল বিদেশী বিভিন্ন ব্যান্ডে মদ জব্দ করা হয় ।পরে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে ।