Daily Prothom Barta - Menu
মামার বাড়িতে বেড়াতে এসে অটো ইজিবাইকের ধাক্কায় শিশু আহত বিক্ষুব্ধ জনতার গাড়ীতে অগ্নিসংযোগ
শহর প্রতিনিধি :
মামার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া অটো ইজিবাইকের ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু মারাত্মক ভাবে জখম হয়েছে। ওই সময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে র্দূঘটনা কবলিত আটোগাড়িটিতে অগ্নিসংযোগ করে। র্দূঘটনার পর থেকে অটো চালক রতন পালতক রয়েছে।
র্দূঘটনা ও অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থ এসে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সে সাথে বন্দর থানা পুলিশ এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিশু রায়হান আড়াইহাজার থানার চৈতনকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত শিশুর পিতা সোহেল মিয়া গনমাধ্যমকে জানায়, আমার ছেলে রায়হান তার মামা জিলানী মিয়ার একরামপুর এলাকাস্থ এডঃ কামরুন নাহার ময়না ভাড়াকৃত বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যায় আমার অবুঝ ছেলে রায়হান রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা অটো ইজিবাইক আচমকা ধাক্কা দিলে উল্লেখিত শিশু মারাত্মক ভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত শিশুর অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম