Daily Prothom Barta - Menu
ভাষা মেলায় ‘নান্দিক’ এর আয়োজন
নান্দিক থেকে প্রকাশিত অধ্যাপক পবিত্র সরকারের ‘খেয়ালিমেরিক’ গ্রন্থের আলোচনা ও ভাষালাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সাকাল ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভাষা মেলায় নান্দিকের আয়োজনে আলোচনা ও ভাষালাপ অনুষ্ঠিত হয়। ভাষা মেলায় ‘নান্দিক’ এর এই আয়োজনে নান্দিক থেকে প্রকাশিত অধ্যাপক পবিত্র সরকারের ‘খেয়ালিমেরিক’ গ্রন্থের উপর আলোকপাত করেন, ভাষাবিদ ড. শিশির ভট্রচার্য্য, লেখক অধ্যাপক জাফর ইকবাল এবং আন্তর্জাতিক মাত্রভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ। লেখকের অনুভুতি প্রকাশ করে অধ্যাপক পবিত্র সরকার।
অনুষ্ঠানের প্রথমে নান্দিক এবং খেয়ালিমেরিক নিয়ে কথা বলেন, নান্দিকের সম্পাদক প্রকাশ কবি ইসমত শিল্পী। উপস্থিত ছিলেন- সুদীপ্ত মাহমুদ, সারাজাত সৌম, ক্লীমেন্থ মার্টিন বাড়ৈসহ নান্দিকের সদস্যবৃন্দ এবং খেয়ালিমেকের রচয়িতা অধ্যাপক পবিত্র সরকারের অনুরাগী অনেক পাঠক সুহৃদগণ।
অমর একুশে বইমেলা ২০২৪ এ নান্দিক থেকে প্রকাশিত অধ্যাপক পবিত্র সরকারের ‘খেয়ালিমেরিক’গ্রন্থটি বেশ সাড়া ফেলেছে। এবারর বইমেলা ছাড়াও গত ১৫ জানুয়ারি ২০২৪, কলকাতায় ‘খেয়ালিমেরিক’গ্রন্থের প্রথম আনুষ্ঠানিক প্রকাশনা হয় পুনশ্চ বাংলা’র আয়োজনে।
উল্লেখ্য, বাংলার ঐতিহ্য, অর্থনীতি, বিজ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক নান্দনিক চিন্তা ধারণ করে অগ্রসর হতে চায় নান্দিক।
‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’ আদর্শ ধারণ করে নান্দিক পরিচালিত হয়ে আসছে দীর্ঘ আট বছর ধরে। ত্রৈমাসিক হিসেবে বিশেষ একটি ধ্রুপদি সাহিত্য পত্রিকা ‘নান্দিক’ প্রকাশ হয়ে আসছে। সামাজিক পাঠচক্র সহ নান্দিক বহুমুখী সাহিত্য সংস্কৃতির যাত্রায় নিজস্বতার ছাপ ফেলেছে ইতোমধ্যে। ‘নান্দিক পাঠাগার’ নামে একটি সামাজিক পাঠকেন্দ্র পরিচালিত হচ্ছে জেলা শহর মেহেরপুরের গাংনী উপজেলায়।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম