Daily Prothom Barta - Menu
কিশোরগ্যাংয়ের হামলায় ইউসুফ আহত
ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় কিশোগ্যংয়ের উৎপাত কোন ভাবেই ধমানো যাচ্ছে না।দিন দিন আরো ভয়ংকর হয়ে উঠছে এ কিশোর গ্যাং বাহিনী।আর এ সব কিছু হচ্ছে স্থানীয় নেতা ও বড় ভাইদের মদদে।গত শনিবার সন্ধ্যায় পাগলা স্টশনে সামনে হত্যার উদ্দ্যেশে ইউসুফ নামে এক যুবককে মারধর করে কিশোরগ্যাংয়ে লিডার এমরান ও তার সাঙ্গাপাঙ্গারা।
এ ঘটনায় শনিবার রাতে ইউসুফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানা ১৩ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলেন, এমরান (২৬), নাঈম (২৪),লিমন (৩২)কালা এমরান (২৭), ইয়াসিন(২৬), পিচ্চি রনি(২৩)রাকিব (২৭), সাগর (২৫),রনি+২২),ততো রনি(২৪)মামুন (২০),সাদা মুলা( ২১)রাজিব (১৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে পাগলা স্টশনের সামনে দিয়ে হেটে তালতলার দিকে যাওয়ার সময় এমরান ও তার সাঙ্গাপাঙ্গারা ইউসুফকে পথরোধ করে গালমন্দ শুরু করে।এর পতিবাদ করলে ইউসুফকে এমরান ও তার সাঙ্গাপাঙ্গার দেশীয় অস্ত্র, রড়,হকিস্টিক দিয়ে এলোপাতালে মারধর করে। এসময় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে আসতেই কিশোরগ্যাং বাহিনী পালিয়ে যায়।
এলাকাবাসিরা জানান, ক্ষমতাদলের নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় কিশোরগ্যাং বাহিনী তৈরি করে উৎপাত শুরু করছে।তাদের বিরুদ্ধে থানায় বারবার অভিযোগ তিয়ে কোন প্রতিকার হচ্ছে।দিন দিন আরো বেপোরোয়া হয়ে উঠছে।
ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত তসলিম জানান, মারধরের ঘটনায় কিশোরগ্যাংয়র বিরুদ্ধে অভিযোগ পেয়েছি।তদন্তের পর ব্যাবস্থা গ্রহন করা হবে।