Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে সাহসিকতা , মাদক ও অস্ত্র উদ্ধারে পদক পেলেন এস আই মিজান
শহর প্রতিনিধি
সাহসিকতা,অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করায় কাউন্টার টেরিরেজম ইউনিটের উপ-পরির্দশক (এস আই) মিজানুর রহমান ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা ’পদক পেয়েছেন ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগে পুলিশের এ কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন।
গত ১ ডিসেম্বর ২০২৩ সাল থেকে ২০২৪ পর্যন্ত অসীম মাদক ,অস্ত্র ও সাহসিকতা বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা ’ পদকে ভূষিত করা হয় তাকে ।পরে প্রধানমন্ত্রী তাকে পদক পরিয়ে দেন।
ছয় দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং আইজিপির সম্মেলন, আইজি’স ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ ইত্যাদি।