Daily Prothom Barta - Menu
ডিবি পুলিশের অভিযানে বন্দরে ফিন্সিডিলসহ আরমান গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি: জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ৪০ বোতল ফেন্সিডিলসহ আরমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ৫ ফেব্রুয়ারী রাতে বন্দর থানার লাঙ্গলবন্ধস্থ প্লানা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৫(২)১৮। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আসাদুজ্জামান শেখসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবন্ধস্থ প্লানা পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ বন্দর থানার লাঙ্গলবন্ধস্থ সুমিপড়া এলাকার মমৃত মোবারক হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আরমানকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবি পুলিশ মঙ্গলবার বন্দর থানায় মাদক মামলা রুজু ধৃতকে আদালতে প্রেরণ করেছে। ##
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম