Daily Prothom Barta - Menu
৫ মাস পর হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি :নারায়নগঞ্জ বন্দরে ১ সন্তানের জননী সাবিনা আক্তার পান্না (২৮) হত্যাকান্ডের ঘটনার দীর্ঘ ৫ মাস পর অবশেষে অভিনব কৌশলে ঘাতক আব্দুর রহমান (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ঘাতক আব্দুর রহমান বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার আব্দুল আজিজ প্রকাশের ছেলে। গ্রেপ্তারকৃতকে গত সোমবার (৪ মার্চ) দুপুরে ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করছে পুলিশ । এদিকে গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। গত রোববার (৩ মার্চ) ঢাকা আশুলিয়া খেজুরটেক এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ৪ অক্টোবর বিকেল ৪টায় বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সাবিনা আক্তার পান্না বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার রাজিব হোসেনের স্ত্রী। এ ব্যাপারে নিহত গৃহবধুর শাশুড়ি মাসুদা বেগম বাদী হয়ে ঘাতক খুনি আব্দুর রহমানকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলার তথ্য সূত্রে জানা গেছে,বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মাসুদা বেগমের সাথে একই এলাকার আব্দুল আজিজ প্রকাশের ছেলে আব্দুর রহমানের জমিজমা ক্রয়বিক্রয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৪ অক্টোবর বিকেল ৪টায় বিবাদী আব্দুর রহমানের বাড়ির সামনে জনৈক মোশাররফ হোসেন ভেন্ডারের মালিকানাধীন জমির পাশে মামলার বাদিনী ৩ বছরের অবুঝ নাতনি রোজামনি অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধূলা করছিল। ওই সময় আব্দুর রহমান তার বাসায় ঘুমিয়ে ছিল। বাচ্চাদের খেলাধূলার কারনে ঘুমের ব্যাঘাত সৃষ্টি হওয়ার জের ধরে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মামলার বাদিনী নাতনিকে বকাঝকা করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই সময় শিশুটির কান্নাকাটি শব্দ পেয়ে তার মা সাবিনা আক্তার পান্না এর প্রতিবাদ করলে ওই সময় আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক আব্দুর রহমান পলাতক থাকে। পরে বন্দর ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শক আরিফ পাঠানসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার ( ৩ মার্চ) ঢাকা আশুলিয়া খেজুরটাক এলাকায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়