Daily Prothom Barta - Menu
রেস্টুরেন্টে রাজউকের অভিযানে ৩ লাখ ৫০ হাজার জরিমানা
শহর প্রতিনিধি
ইমারজেন্সি এক্সিট না থাকায় নারায়ণগঞ্জে ৭ টি রেস্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত রাজউক অভিযান চালিয়ে শহরের চাষাড়া এলাকার এসকল রেস্টুরেন্ট এই জরিমান করা হয়।
জরিমানা প্রাপ্ত রেস্টুরেন্টগুলো হলো- দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ ও সিরাজ চুইজাল। তাদের সকলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি অআবাসিক ভবন হিসেবে অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করেছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিট টা সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেককে জরিমানা করেছি। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে আমরা সেটি ভেঙ্গে ফেলবো। ৭ টি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। যারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক। যারা নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনা করবে আমরা সেখানে যাবো। অনুমোদিত কোনো অংশই থাকবে না।
রুফটপের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক হবো।
অভিযানের সহযোগিতায় ছিলেন অথরাইজ অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শক মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, ইমাম মো. রুবেল, মো. সারোয়ার হোসেন ও তারিফুর রহমান।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম