Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে বিদেশী মদসহ প্রায় কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস
শহর প্রতিনিধি
বিদেশী মদসহ প্রায় কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে নারায়গঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার বিকেলে আদালত প্রাঙ্গন এলাকায় বিভিন্ন মামলায় উদ্ধারকৃত এসব মাদক ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানার ৯৮ টি মামলার জব্দকৃত আলামত (মাদক) ধ্বংস করা হয়। যার মধ্যে রয়েছে ১৬৫ কেজি গাজা, ২০ গ্রামসহ ১৯০০ পুড়িয়া হিরোইন, ২৮ হাজার ৮৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার ১০৩৭ বোতল ফেনসিডিল, ৩০২ তোল বিদেশী মদ, ৭০ ক্যান বিয়ারসহ ১০৫ লিটার দেশী মদ ধ্বংষ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
এসময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহমান, পুলিশ সুপার মোস্তাফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার, ইমরান মোল্লা, নুর মহসিন ও শাফিয়া শারমিন ও আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। মাদকদ্রব্যসহ আলামত বিভিন্ন সময়ে জেলা পুলিশ উদ্ধার করে। মামলা নিষ্পত্তি হওয়ায় বিজ্ঞ আদালতের আদেশে তা ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মূল্য দাঁড়িয়েছে প্রায় কোটি টাকা।