Daily Prothom Barta - Menu
বন্দরে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় কলেজ ছাত্রকে দুই দফা মারধর
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জের ধরে আরাভ(১৮) নামে এক কলেজ ছাত্রকে দুই দফা বেধরক পিটিয়ে আহত করেছে বখাটেরা। সোমবার (১৮ মার্চ) বিকেলে বন্দরের সরকারী কদমরসুল কলেজে এ ঘটনা ঘটে। এ বাপাারে সাধারণ ডায়েরী করা হয়েছে।
কদমরসুল কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ছুটির পর বিজ্ঞান শাখার এক ছাত্রীকে ক্লাসরুমে কলেজের কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে উত্ত্যক্ত করে। এতে বাঁধা দেন ওই কলেজের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী আরাভ। এতে ক্ষিপ্ত হয়ে ক্লাস রুমের ভিতরে আরাভকে মারধর করে বখাটেরা। পরে আরাভ রিকশা যোগে বাসায় ফেরার পথে রিকশার গতিরোধ করে আরেক দফা মারধর করা হয়।
এ ব্যাপারে সরকারি কদমরসুল কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আক্তার বলেন, তিনি বর্তমানে প্রশিক্ষণের কাজে কলেজের বাইরে অবস্থান করছেন। বিষয়টি জেনে ব্যবস্থা নিবেন তিনি । তিনি বলেন এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে যদি কলেজের কোনো ছাত্র জড়িত থাকে তাদেরকে টিসি দিয়ে বের করে দেওয়া হবে।