Daily Prothom Barta - Menu
ঝোপ থেকে নবজাতকের লাশ উদ্ধার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি ঝোপ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নবজাতক শিশুর নানী সহ চারজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের খানপুর কাজিপাড়া আল হেরা ক্লিনিকের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এই বিষয়ে সদর মডেল থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি খানপুর এলাকার জাহান ক্লিনিকে গতকাল রাতে একজন প্রসূতি সন্তান প্রসব করেছেন। তারাই তাদের নবজাতক ফেলে গেছেন এই ঝোপে।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জাহান ক্লিনিকের ওটি ইনচার্জ, প্রসূতির মা সহ চারজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম