Daily Prothom Barta - Menu
নেশাখোর পিতা পুত্রের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি এসপি বরাবর অভিযোগ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর বাজার অধিবাসি নেশাখোর পিতা পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা পুলিশ সুপারের বরাবর অভিযোগ দিয়েছেন এলাকাবাসি ।
মঙ্গলবার (১৬ এপ্রিল ) বিকালে পুলিশ সুপারের কার্যলয়ে এলাকাবাসির পক্ষ থেকে কালা মিয়া উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪৮/৩ গলাচিপা মাসদাইর বাজার নূহা ফয়েজুর রহমান গার্ডেনে প্রতি নিয়ত মাদকের হাট বসে ।ওখানে মাদক সেবন ও বেচাকেনা চলে ।এ নেতৃত্বে দেন মো: সাকিব ভ’ইয়া ও তার সৎ পিতা নুরুল ইসলাম ।তাদের মাদক সেবনের কালো ধুয়ায় সমগ্র মাসদাইর বাজার বাসি অতিষ্ঠ হয়ে পড়েছে ।পবিত্র রমজান মাসেও বেহাহিপনা হতে কেউ রেহাই পায়নি ।পাশাপাশি নুরুল ইসলাম ও তার ছেলে অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে ।যা তদন্ত করলে বেড়িয়ে আসবে ।
কালা মিয়ার দাবি , জেলা পুলিশ সুপার সততা ,নিষ্ঠা ও কর্মপরায়নতা নারায়ণগঞ্জবাসি ওয়াকিবহাল ।তাই মাসদাইর বাজারের শান্তিপ্রিয় এলাকাবাসি আপনার সদয় হস্তক্ষেপ একান্ত ভাবে কামনা করে ।