Daily Prothom Barta - Menu
সাংবাদিক শিপুর উদ্যোগে তীব্র তাপদাহে পথচারী মানুষের মাঝে শরবত বিতরণ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
বন্দর প্রতিনিধি: সারাদেশে বইছে তীব্র তাপদাহ। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দরেও বইছে তীব্র তাপ প্রবাহ। প্রচুর গরমেও পেটেয় দায়ে অনেককেই বাইরে যেতে হচ্ছে। তপ্ত রোদে এসব মানুষের কাছে স্বস্তির পরশ নিয়ে হাজির হয়েছেন সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপু।
পথচারী এবং বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ও রিকশায় আসা যাত্রী ও চালকদের মাঝে শরবত বিতরণ করছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বন্দর বাবুপাড়া এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য।
সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপু বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটা শতভাগ সত্যি। তীব্র গরমের মধ্যে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার মোড়ে মোড়ে বিভিন্ন সংগঠন, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দল গুলোর উদ্যোগে পানি স্যালাইন ও শরবত বিতরণ করা হচ্ছে। আমি ধনীদের প্রতি আহ্বান জানাব সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পথচারী ও শ্রমজীবী মানুষকে বিশুদ্ধ পানি এবং মানসম্পন্ন শরবত যাতে বিতরণ করেন।
এসময় শরবত বিতরণে সাথে ছিলেন, রিয়াদ হোসেন টিটু, রাকিব, সিরাজুল ইসলাম, হাছান, সাজু, রাকিব, রুবেল, চয়নসহ একাধিক ব্যাক্তি বর্গ।