Daily Prothom Barta - Menu
নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ
শহর প্রতিনিধি : লতি বছরে নারায়ণগঞ্জে এসএসসিতে এ বছর ৮৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। একই সাথে এসএসসি (ভোকেশনাল) এ ৯১ দশমিক ৯৭ শতাংশ ও দাখিলে ৮১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।
এবার জেলায় এসএসসিতে ২৯ হাজার ৬৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৫৭৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন ও দাখিলে ২ হাজার ৬৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ১৫৫ জন।
জেলায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭২৮ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১শ জন ও দাখিলে ২ হাজার ৯৮১ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে এবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় এসএসসিতে ১৩ হাজার ৮২৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ১৩৬ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৫৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১০ জন ও দাখিলে ৮২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৪৯ জন।
এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৭৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৮ জন ও দাখিলে ৭৩ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে এবার বন্দর উপজেলায় এসএসসিতে ৩ হাজার ১০৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬১৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৪২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩২ জন ও দাখিলে ৩২৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৬ জন।
এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১৬৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৪ জন ও দাখিলে ২ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে এবার সোনারগাঁ উপজেলায় এসএসসিতে ৪ হাজার ১৪১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৮৬ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৭৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৬ জন ও দাখিলে ৩২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩১৯ জন।
এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২৪১ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৮ জন ও দাখিলে ৩৪ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে এবার আড়াইহাজার উপজেলায় এসএসসিতে ৩ হাজার ২৬৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯২৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৭ জন ও দাখিলে ৪২৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭০ জন।
এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৫ জন ও দাখিলে ১৪ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে এবার রূপগঞ্জ উপজেলায় এসএসসিতে ৪ হাজার ৭২৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২১৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন ও দাখিলে ৭৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭১ জন।
এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৩৬৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৩৫ জন ও দাখিলে ৩০ জন।
জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।