Daily Prothom Barta - Menu
বাজারের ব্যাগে গাজাঁ : গ্রেফতার ২
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগা উপজেলার এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সোনারগা উপজেলার মোগড়াপাড়া সাকিস্ত সোনালী ব্যাংকের সামনে সি এন জি স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৫৫) পটুয়াখালী জেলার দুমকী থানার বাশ বুনিয়া এলাকার মৃত. সেকান্দার হাওলাদারের ছেলে ও আলতাফ উদ্দিন (৪৫) নারায়নগঞ্জ সোনারগা থানার এলাহিনগর এলাকার মৃত. সিদ্দিকের ছেলে।
ডিবি উপ-পরির্দশক আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সোনারগা থেকে আলতাফ উদ্দিনের মাধ্যমে গাজাঁ সংগ্রহ করে পটুয়াখালী জেলার দুমকী থানার বাশ বুনিয়া এলাকার উদ্দেশে রওনা হয় আনোয়ার হোসেন ।পরে সোনারগা উপজেলার মোগড়াপাড়া সাকিস্থ সোনালী ব্যাংকের সামনে সি এন জি স্ট্যান্ডে আসার পর গোপন সংবাদের উক্ত স্ট্যান্ডে সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান পরিচালানা করে তাদের গ্রেফতার করা হয় ।তাদের সঙ্গে থাকা বাজারের ব্যাগ থেকে ১০ কেজিঁ গাজাঁ উদ্ধার করা হয় ।