Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি স্বর্ণলংকারসহ ১০ লাখ টাকার মালপত্র লুট
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে দুই ব্যবসায়ীর বাড়িতে দূর্ষর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ডাকাতদল বাড়ির জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১০লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে তার বাড়ি। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১২জনের একটি মুখোশধারী ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ ও মোবাইলসেটসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই গ্রামের পনির হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে গেইটের তালা ভেঙ্গে আলমারীতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় জাহাঙ্গীর আলম ও পনির হোসেন বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাত আতংঙ্ক বিরাজ করছে। কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে ৪ ডাকাত মারা যাওয়ার পর কিছুদিন ডাকাতের উৎপাত বন্ধ ছিল। সম্প্রতি ঈদকে সামনে রেখে ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ার কারছে স্থানীয়দের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে। পুলিশের তৎপরতাও তেমন দেখা যাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। বর্তমানে রাতে পাহাড়া বসিয়ে ডাকাতি প্রতিরোধে চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারে চেষ্ঠা চলছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম