Daily Prothom Barta - Menu
বন্দরে জমি সংক্রান্ত জের দিনমজুর শরিফ জখম
বন্দর প্রতিনিধি : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শরিফ(৪২) নামে এক দিনমজুরকে কুপিয়ে রক্ষাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইউসুফগংদের বিরুদ্ধে। সোমবার ( ২৪ জুন) সকাল সাড়ে ৯টায় বন্দর ইউনিয়ন ত্রীবেনী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত দিন মজুরের বড় ভাই ওমর ফারুক বাদী হয়ে অভিযুক্ত ইউসুফসহ ৬জনের বিরোদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বেশ কিছুদিন যাবৎ বন্দর ইউনিয়ন ত্রিবেনী এলাকার দিনমজুর শরিফের সাথে একই এলাকার ইউসুফ মিয়ার পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। বিবাদীরা বিভিন্ন সময়ে শরিফকে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪জুন সকাল সাড়ে ৯টার দিকে উশৃঙ্খল ইউসুফগং পূর্ব পরিকল্পনানুযায়ী আস্ত্রসস্ত্র নিয়ে দিন মজুর শরিফের বাড়িতে প্রবেশ করে বিল্ডিংয়ের কাজ বন্ধ করতে হুমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করে। বিবাদীদের প্রতিবাদ করলে তারা শরি ফকে এলোপাথারী কিল ঘুষি ও মারপিট করিয়া রক্তাক্ত জখম করে। এ সময় উশৃঙ্খল ইউসুফ তার হাতে থাকা রামদা দিয়ে শরিফকে মাথায় কুপ দিয়ে কাটা জখম করে। এদিকে শরিফের চিৎকার তার ভাই ওমর ফারুক ও পরিবারের সদস্যরা বাচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করিয়া আহত করে। এ সময় আহত শরিফকে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে গলায় শাষ রোধ করার চেষ্টা করে ঘরের মধ্যে থাকা নগদ ২লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এবং ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করিয়া প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদেও আর্ত চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে গুরুতর আহত শরিফকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম