Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ, দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে বশিরগাঁও এলাকায় জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম হক রুমি। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লায়ন আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোমেন খাঁন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী সেলিম সরকার, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, সোনারগাঁ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফরুক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া। এসময় জামপুর ইউনিয়র বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।