Daily Prothom Barta - Menu
ব্রন্মপুত্র নদীতে ভাসছিল যুবকের মরদেহ
বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দর ব্রন্মপুত্র নদী থেকে অজ্ঞাতনামা (৪৬) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ শ্যামপুর আড্ডা এলাকায় ব্রন্মপুত্র নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, নিহতের পরনে ছিল ডোড়াকাটা গেন্জি ও উলঙ্গ। ধারনা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তাঁকে হত্যা করা হতে পারে। এরপর এখানে লাশ ফেলে গেছে। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক(ইনচার্জ) সাব্বির আহমেদ বলেন, দুপুরে শ্যামপুর আড্ডা রাস্তায় দিয়ে যাতায়াত করতে কয়েকজন পথচারী গন্ধ পায়। পরে নদীর পাড়ে মদেহটি ভেসে থাকতে দেখে। তারা আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে ।তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি । ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর লাশ এখানে ফেলে গেছে।