Daily Prothom Barta - Menu
প্রতারণা করে বিক্রি ৮৭ লাখ টাকার ভুষি বিক্রি: অবশেষে উদ্ধার
শহর প্রতিনিধি
প্রতারণা করে বিক্রি ৮৭ লাখ টাকার বিক্রি করে দেয়া মুরগীর খাবার (ভ’ষি) উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ ।
শনিবার রাতে ঢাকা গাজীপুর শালনা এলাকার মনির ও মুনসুর এন্টারপ্রাইজ থেকে উদ্ধার করে পুলিশ ।তবে প্রতারককে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) মনির হোসেন মামলার বরাদ দিয়ে জানান, গত ৮ জুলাই রওবেল রানার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার সময় গাজীপুর শালনা এলাকায় মনির ও মুনসুর এন্টারপ্রাইজের কাছে ৮৭ লাখ টাকার মুরগীর খাবার (ভ’ষি) ৪০ লাখ টাকা বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায় ।এমন সংবাদ পাওয়ার পর মুরগীর খাবার (ভ’ষি) মালিক মো: রিয়াজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে ।পরে সদর মডেল থানা পুলিশ গাজীপুর শালনা এলাকায় মনির ও মুনসুর এন্টারপ্রাইজের কাছ ৭ ট্রাক ২৩০৩ বস্তা মুরগীর খাবার (ভ’ষি) উদ্ধার করা হয়েছে ।প্রতারক পলাতক রয়েছে ।তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে ।