Daily Prothom Barta - Menu
কয়েকজন ব্যক্তি নারায়ণগঞ্জকে তার বাপের সম্পত্তি মনে করেছিলো ধ্বংসাত্মক ক্লাব ও প্রেসক্লাব পরিদর্শনে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ
শহর প্রতিনিধি
জামায়াত ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য মাওলনা মাঈনউদ্দিন আহম্মেদ বলেছেন, কয়েকজন ব্যক্তি নারায়ণগঞ্জকে তার বাপের সম্পত্তি মনে করেছিলো। পুরো দেশটা আবার প্রধানমন্ত্রী তার পিতৃ সম্পত্তি মনে করেছিলো। কয়েকদিনের মধ্যে দেশ পরিবর্তন হয়েছে। অনেক বুঝতে পারেননি, এত দ্রুত পরিবর্তন হতে যাচ্ছে। কোন দেশে যে কোন দুর্নীতি অবিচার অন্যায় হবে সন্ত্রাস হবে ন্যায় ইনসাফের খেলাপ হবে, সেখানে পরিনতি এমনই হবে। তাই এদেশের এমনই হয়েছে, কোন নিয়ম নীতি তারা মানেনি। আইন কানুন তাদের জিম্মায় রেখেছিলো। শেখ হাসিনার দমভো অহংকার র্চূণবির্চূণ করে দিয়েছে। যারা পালিয়েছে তাদের কি আমরা আপনারা কিছু বলে ছিলেন? আমরা কেউ ধমক দেয়নি বলেনি, তাহলে পালিয়েছেন কেনো। এই দেশের তাদের বাড়ি ঘরে আছে, থাকবেন। পালিয়েছেন কেনো। তাদের নিজেদের অপকম লুটপাটের ভয়ে পালিয়েছে। আর যেন কেউ এমন কাজ না করি। আমরা যেন কোন ধ্বংসাত্মক না করি। আমরা সকলে চেষ্টা করবো দেশে শান্তিপূর্ণ পরিবেশ করে যায়।
বুধবার বিকালে ধ্বংসাত্মক নারায়ণগঞ্জ ক্লাব ও প্রেসক্লাব পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জামায়াত ইসলামী নেতৃবৃন্দরা। এ সময় সাংবাদিকদের সাথে আলাপচারিতা তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, প্রবীন নেতা মমতাজ আহম্মেদ, সাংবাদিক আহসান সাদিক শাওন, রাকিবুল হাসান ও বিএনপি নেতা নুরুল ইসলাম সহ মহানগর জামায়াত ইসলামী ও শিবিরের নেতৃবৃন্দরা প্রমুখ।