Daily Prothom Barta - Menu
চাকরিতে জাতীয়করণের দাবিতে সিদ্ধিরগঞ্জে আনসারদের আন্দোলন
শহর প্রতিনিধি
চাকরির ক্ষেত্রে জাতীয়করণ করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্দোলন করেছেন আনসার সদস্যরা। প্রায় ৩’শ আনসার কর্মকর্তারা এ বিক্ষোভ করাকালীন সময়ে আগামীকাল শনিবার তারা ঢাকায় জমায়েত হবেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে চায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
দেখা গেছে, আনসার কমিটির সমন্বয়ক আহসান হাবিবের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের আনসার সদস্যরা একত্রিত হয়ে তাদের চাকরির ক্ষেত্রে জাতীয়করণের একদফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে, বর্তমান সময়ের ক্লান্তিময় পরিবেশে তাদের আন্দোলন করা নিয়ে সাধারণ জনতার মধ্যে নানা রকম আলোচনা-সমালোচনা করতে দেখা গেছে।
কয়েকজন পথচারীদের মতে, দেশ ভাসছে পানিতে অথচ তাদের পাশে না থেকে আনসাররা আন্দোলন করছে। এই সময়ে বন্যার্থদের পাশে থেকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করে তারা। আরও বলে, আন্দোলন করার যথেষ্ট সময় পাওয়া যাবে। এইসময় এটা ভিত্তিহীন।
বিক্ষোভরত সাজ্জাদ হোসেন নামের এক আনসার সদস্য বলেন, আমাদের দাবি একটাই আমাদের চাকরির ক্ষেত্রে শুধু জাতীয়করণ করা লাগবে। দেশের অন্যান্য বাহিনীর মতো আমরা সমপরিমাণ পরিশ্রম করি সেক্ষেত্রে আমাদেরকে কেনো দেওয়া হবে না?
আরেক আনসার রাসেল বলে, চাকরির ব্যাপারে আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা এখান থেকে বিক্ষোভ করতে করতে নারায়ণগঞ্জ জেলা আনসার অফিস ঘেরাও করবো। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো।
আপনাদের বর্তমানের বেতন কতো জানতে চাইলে তিনি বলেন, একেকজনের একেক ভাবে তবে ১৮-১৬ এর মধ্যে বেতন পাই আমরা।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম