Daily Prothom Barta - Menu
বন্দরে সাবেক প্রধান বিচারপতির নামে মামলা
শহর প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে মামলাটি করেছেন বরিশালের ৮৫১ জিয়া সড়ক এলাকার আবদুল বারেক মোল্লার ছেলে মোঃ নূরুল ইসলাম মোল্লা। মামলার আরজিতে বন্দরের মদনপুর কলাবাড়ি এলাকা তার বর্তমান ঠিকানা বলে উল্লেখ করেন।
মামলার বাদি নূরুল ইসলাম মোল্লা জানান, এবিএম খায়রুল কবির বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন সরকারের কর্তাব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করে তত্ত¡াবধায়ক সরকার বাতিলের পক্ষে কার্টিং ভোট প্রদান করেন। চার-তিনে মেজরিটি হয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতায় তত্ত¡াবধায়ক সরকার বাতিলের রায় হয়। এই সংক্ষিপ্ত রায়ের উপর ভিত্তি করে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে তত্ত¡াবধায় সরকার ব্যবস্থা বাতিল করেন। বিষয়টি অবগত হয়ে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলম মোস্তফা জানান, নূরুল ইসলাম মোল্লা নামে জনৈক ব্যক্তি তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিলের খবর শুনে স্বতঃস্ফুর্ত হয়ে সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে মামলা করেছেন।