Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে শাওন হত্যাকান্ডের ঘটনায় মামলা
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাওন(২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নিহতের বড় ভাই মো. মোতালেব মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ইসরাফিলকে প্রধান আসামী করে ২১জনকে আসামী করা হয়। মামলা গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া (যোগীপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি নেতা ইসরাফিলের সাথে একই এলাকায় আওয়ামীলীগ নেতা মোতালেব মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন রাম দা, লোহার রড, চাপাতি ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে মোতালেব মিয়ার ভাই শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে বিক্ষুদ্ধ হয়ে নিহত শাওনের স্বজনরা একত্রিত হয়ে ইসরাফিল, গহন আলীসহ তিনটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়। মামলায় ২১জনের নাম উল্লেখসহ ৫০-৬০জনকে অজ্ঞাত আসামী করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক মো. মহসিন বলেন, শাওন হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম