Daily Prothom Barta - Menu
বন্দরে শনি পাগলার মাজার থেকে গাঁজা সহ এক নারীকে পুলিশে সোপর্দ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
বন্দর প্রতিনিধি: বন্দরে শনি পাগলার মাজারে অভিযান চালিয়ে গাঁজা সহ এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে
ছাত্রসমাজ। আটক মাদক কারবারির নাম নাসিমা বেগম(৩৪)। বৃহস্পতিবার সকালে নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকায় শনি পাগলার মাজার থকে ১ কেজি ২ শত গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার এস.আই ওবায়দুর রহমান জানান, নাসিক ২৭ নং ওয়ার্ড ফুলহর এলাকায় শনি পাগলার মাজারের অন্তরালে মাদক বিক্রির অভিযোগে বৃহস্পতিবার সকালে বন্দরের ছাত্ররা একত্রিত হয়ে কৌশলে ওই মাজারে অভিযান চালায়। এসময় মাজারের পাশের দুইটি ঘরে তল্লাসি করে ১ কেজি গাঁজা সহ নাসিমা নামে এক নারীকে আটক করে ধামগড় পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে ধামগড় ফাঁড়ির এস.আই মফিজুল ইসলাম উদ্ধারকৃত গাঁজা ও ১৬ হাজার ২ শত টাকা জব্দ করেন। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। তবে কৌশলে মাজারের খাদেম রবু মিয়া পালিয়ে যায়।