Daily Prothom Barta - Menu
সিংহের গর্জনকে ভয় পাই না বিড়াল খামচাতে চায় : গিয়াসউদ্দিন
শহর প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেছেন, ‘আমি বিগত দিনে সিংহের গর্জনকেই ভয় পাই নাই সেখানে বিড়ালের খেচখানিতে বিড়াল ছানাকে ভয় পাবো কেন। আমি গডফাদার সিংহের সঙ্গে লড়াই করেই টিকে আছি। এখন কিছু বিড়াল আমাকে খামচাতে চায়, ভয় দেখাতে চান সাবধান হয়ে যান। বিগত দিনে যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ব্যবসা বাণিজ্য করে অঢেল টাকার মালিক হয়েছেন তারাই এখন বিএনপির নেতা সেজে নানা ধরনের লুটপাট করে যাচ্ছে। তারা ইতোমধ্যে চিহ্নিত। তাদের কারণে আজ বিএনপি বিতর্কিত হচ্ছে। যারা অপরাধ করেছে তাদের ক্ষমা চাইতে হবে। যদি আমার নেতাকর্মীরা তাদের মাফ করে তাহলে আমি ভেবে দেখবো’। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফতুল্লার জালকুড়িতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। কারণ পাশেই শ্রমিক দলের ব্যানারে আরো একটি কর্মসূচী ডাক দেওয়া হয়। পরে জেলা প্রশাসক দুই পক্ষকে ডাকেন। তখন শ্রমিক দল কর্মসূচী প্রত্যাহার করে নেন। গিয়াসউদ্দিন এ প্রসঙ্গে সমাবেশে বলেন, এ সমাবেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে। পরে আমি জেলা প্রশাসনকে বলেছি আমি জেলা বিএনপির সভাপতি আমি কর্মী নিয়ে সমাবেশ করবো। আমার কোন নিরাপত্তার প্রয়োজন নাই। তার পর অপর পক্ষ তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহামুদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম