Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে মহিলা ইউপি সদস্যদের স্বামীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং সংরক্ষিত সদস্য নাদিয়া নূর রানুর স্বামীকে চাঁদা না পেয়ে পিটিয়ে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে রাস্তা নির্মাণ কাজের তদারকি করার সময় এ ঘটনা ঘটে। এসময় আরো একজনকে পিটিয়ে আহত করা হয়। আহতদে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী মো. শাহিন হোসাইন বাদি হয়ে সোনারগাঁ থানা ও আড়াইহাজার সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী খালপাড় হইতে এশিয়ান হাইওয়ে পর্যন্ত সরকারি বরাদ্ধে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন ইউপি সদস্য নাদিয়া নূর রানু। রাস্তা নির্মাণ কাজের তদারকি করেন তার স্বামী মো. শাহিন হোসাইন৷ নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলার হোড়গাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে মো. ফরহাদের নেতৃত্বে দত্তেরকান্দি গ্রামের কাদিরের ছেলে মো. শাহিন ও রাব্বিসহ ৭-৮ জনের একটি দল এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে তারা এসে আগ্নেয়াস্ত্র ও লোহার রড ও লাঠিসোটা নিয়ে শাহিনকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইউপি সদস্যের স্বামীর বুকে পিস্তল ঠেকিয়ে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ষাটোর্ধ বাদল নামের এক ব্যাক্তি তাকে উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূক্তভোগী মো. শাহিন হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বহিরাগত সন্ত্রাসীরা এ এলাকায় প্রভাব বিস্তর করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এর আগেও ওই এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা এক যুবককে গুলি করে হত্যা করে।
অভিযুক্তদের সাথে যোগাযোগের জন্য ফোন করা হলে তাদের পাওয়া যায়নি৷ তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি মনে হয় পূর্ব বিরোধ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম