Daily Prothom Barta - Menu
সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সড়কের পাশ থেকে মো. শাকিল (২৬) নামে এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর বারোটার দিকে জালকুড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।
নিহত মো. শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়াটিয়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গলাকাটা অবস্থায় একটি লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, সিআইডি ও পিবিআয়ের টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্তের কাজ শেষ করে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, নিহত ব্যক্তি অটোরিক্সা চালাতেন। তাকে কারা এবং কেন খুন করেছে এই বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম