Logo

সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৯

নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

 প্রচ্ছদ     বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায়  আসামি স্বপন গ্রেপ্তার
ঋণ দেওয়ার প্রলোভনে ২০০ লোককে ঢাকায় জড়ো করার চেষ্টা!
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর থেকে অন্তত ২০০ লোককে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চারটি বাসে করে ঢাকায় জড়ো করার চেষ্টা করেছে একটি মহল।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বন্দর থানা পুলিশ মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে চারটি বাস আটক করে। চারটি বাসে অন্তত ২০০ লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা করা হয়েছিল।
দেশের বিভিন্ন স্থান থেকে এরকম আরও বহু লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা থেকেই তাদের নেওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের।
এদিকে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি ও তল্লাশি করছে পুলিশ ও ডিবি।
জানা যায়, সকালে চারটি বাসে করে অন্তত ২০০ লোককে নিয়ে ঢাকার রাজু ভাস্কর্যে নেওয়ার জন্য পাঠায় একটি মহল। তাদের ভুল বুঝিয়ে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে বলে একটি লিফলেটও দেওয়া হয়। ঋণগুলো সুদমুক্ত হবে বলে এতে উল্লেখ করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা মদনপুর থেকে চারটি বাস আটক করেছি। বাসগুলোতে অন্তত ২০০ লোককে ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক রেখেছি। তদন্ত করে দেখছি। পরে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা দেখছি, আরও কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের আহুত সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে এ কর্মসূচি নেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।
লিফলেটে লেখা ছিল- ‘কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সংগঠনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, বাড়ি-০১ দোতলা, রোড-২, ধানমন্ডি, ঢাকা। প্রচারে অধ্যাপক  এড. জিয়াউর রহমান ০১৭১১ ৫৪৩৪৩১, মাহবুবুল আসার চৌধুরী ১১৭১১-৭৩৪০১৫।

ভিডিও

এ সম্পর্কিত আরো খবর...

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বিএনপি নেতার ভাগিনা বাহিনী কুপিয়ে হত্যা করল এক শ্রমিককে    বন্দরে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত     নারায়ণগঞ্জে সীমান্ত হত্যার হত্যায় আসামি গ্রেপ্তার    সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ২ জন গ্রেফতার     নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আশা’র বিজয় র‌্যলিতে জনস্রোত    সোনারগাঁয়ে বিজয় দিবসে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত -১০    বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায়  আসামি স্বপন গ্রেপ্তার    নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে  চিকিৎসাধীন অবস্থায় মরা গেল শিক্ষার্থী     হুইল চেয়ার নিয়ে হাত-পা হারানো মিনারার পাশে খোরশেদ    সোনারগাঁয়ে গরু-ছাগলসহ দুই চোর গ্রেফতার    আড়াইহাজারে নাতনীকে তুল নিতে  বাধা দেয়ায় নানীকে  হত্যার অভিযোগ, আহত ২    সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন    সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার    সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন    সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার    ছাত্র আন্দোলনে নিহত সোলাইমান হুসাইনের লাশ তুলতে দেয়নি পরিবার    আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত গ্রেফতার, গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার     বৈষম্যবিরোধী নেতাদের গাড়িতে ‘হামলা’, মুঠোফোন ও ব্যাগ ‘ছিনতাই’    বিজয় দিবসের মেলা উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসনের উপ কমিটির সভা     গোগনগরের জাহাঙ্গীর হত্যা মামলার আসামি মনির গ্রেফতার