Logo

সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

 প্রচ্ছদ     বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায়  আসামি স্বপন গ্রেপ্তার
ছাত্র আন্দোলনে নিহত সোলাইমান হুসাইনের লাশ তুলতে দেয়নি পরিবার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কবরস্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হুসাইন (১৯) এর লাশ উত্তোলন করতে দেননি মামলার বাদী ও স্বজনরা।

সোমমার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরান খানের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন কবরস্থান থেকে লাশটি উত্তোলন করতে আসেন তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক হাসিনা বেগম। মামলা প্রত্যাহার করে নিবে তবু লাশ উত্তোলন করতে দিব না বাদী ও স্বজনদের এমন অবস্থানের কারণে আড়াইঘণ্টা অপেক্ষার পর লাশ উত্তোলন না করেই তারা ফিরে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরান খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় করা হাফেজ সোলাইমান হুসাইন হত্যা মামলাটি আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৭৬(২) ধারা আলোকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালত গত ২৭ আগস্ট এক আদেশে লাশ উত্তোলনের জন্য আমাকে নিয়োগ করেন। আমি আদালতের আদেশ পালন করতে আসি। কিন্তু লাশ উত্তোলনে আপত্তি জানায় মামলার বাদী ও স্বজনরা। তখন জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে কথা বলে বাদীকে সময় দেওয়া হয়। পাশাপাশি আইনিপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে বলেছি। আদালতের সিদ্ধান্তে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার বাদী শামীম কবীর বলেন, সিআইডি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি মারদেহ উত্তোলনে আপত্তি জানাই। কারণ সোলাইমানের মা-বাবা লাশ উত্তোলনে রাজি নয়। আদালতের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করে আজ তারা মরদেহ উত্তোলন করতে আসেন। খবর পেয়ে আমরা কবরস্থানে গিয়ে আপত্তি জানাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম কবির বলেন, মরদেহ উত্তোলন ছাড়া যদি মামলা চালিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে তাহলে মামলা চালাবো। ব্যবস্থা না থাকলে মামলাটি চালাবো না। প্রয়োজনে মামলা প্রত্যাহার করে নেব।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক হাসিনা বেগম বলেন, নিহতের পরিবার মরদেহ উত্তোলনে রাজি নয়। তাই বিষয়টি আদালতের মাধ্যমে সমাধানের জন্য তাদের সময় দেয়া হয়েছে।

উল্লেখ্য, কোটা আন্দোলনের সময় গত ৫ আগষ্ট দুপূরে রাজধানীর যাত্রবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে সোলাইমান নিহত হয় বলে উল্লেখ রয়েছে কবরের নাম ফলকে। কিন্তু সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে ঘটনাস্থল দেখিয়ে ২২ আগষ্ট শেখ হাসিনাকে প্রধান করে ৫১ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের ভগ্নিপতি শামীম কবির। নিহত সোলাইমান মাদারীপুর জেলার রাজৈর থানার কবিরাজপুর গ্রামের মিরাজের ছেলে। সে ঢাকার মিরপুর এলাকার দারুর রাসাত মাদ্রাসার শিক্ষাথী ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।

 

ভিডিও

এ সম্পর্কিত আরো খবর...

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বিএনপি নেতার ভাগিনা বাহিনী কুপিয়ে হত্যা করল এক শ্রমিককে    বন্দরে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত     নারায়ণগঞ্জে সীমান্ত হত্যার হত্যায় আসামি গ্রেপ্তার    সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ২ জন গ্রেফতার     নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আশা’র বিজয় র‌্যলিতে জনস্রোত    সোনারগাঁয়ে বিজয় দিবসে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আহত -১০    বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায়  আসামি স্বপন গ্রেপ্তার    নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে  চিকিৎসাধীন অবস্থায় মরা গেল শিক্ষার্থী     হুইল চেয়ার নিয়ে হাত-পা হারানো মিনারার পাশে খোরশেদ    সোনারগাঁয়ে গরু-ছাগলসহ দুই চোর গ্রেফতার    আড়াইহাজারে নাতনীকে তুল নিতে  বাধা দেয়ায় নানীকে  হত্যার অভিযোগ, আহত ২    সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন    সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার    সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন    সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার    ছাত্র আন্দোলনে নিহত সোলাইমান হুসাইনের লাশ তুলতে দেয়নি পরিবার    আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত গ্রেফতার, গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার     বৈষম্যবিরোধী নেতাদের গাড়িতে ‘হামলা’, মুঠোফোন ও ব্যাগ ‘ছিনতাই’    বিজয় দিবসের মেলা উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসনের উপ কমিটির সভা     গোগনগরের জাহাঙ্গীর হত্যা মামলার আসামি মনির গ্রেফতার