Daily Prothom Barta - Menu
সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ২ জন গ্রেফতার
শহর প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনও গুলিসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল,নাঈম বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফুলতুলি এলাকার মোখলেছ মোল্লার ছেলে ও সুমা আক্তার একই উপজেলার কাঞ্চনমরি এলাকার শেখ শাহাদাত হোসেন স্ত্রী।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় সোনারগাঁও থানার দারোগা (এসআই) সামরুল এর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় পুলিশ কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।