Daily Prothom Barta - Menu
ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
শহর প্রতিনিধি
ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত ৩ জানুয়ারি রোজ শুক্রবার বিকালে কারাতে ক্লাবের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে এ বেল্ট প্রদান করা হয় ।
বেল্ট প্রদান কালে উপস্থিত ছিলেন , উস্তাদ স্বপন আলি সিকদার ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের সাবেক জি.এস তাসলিম হোসেন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিমুর রহমান মাসুম সাহেব ও কলিমুল্লাহ কচি। আরও অতিথি হিসেবে ছিলেন ছোট উস্তাদ স্বপন মিয়া, মো: জাকির উস্তাদ সহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
উত্তীর্ণ বেল্ট পরিক্ষায় ব্রাউন বেল্ট অর্জন করেছেন মেহেদী হাসান অন্তর, নীল বেল্ট অর্জন করেছেন , মাহবুবুর রহমান সায়হান, জুবায়ের আহমেদ। সবুজ বেল্ট অর্জন করেছেন মাইকি মাহিম, আহাদ হোসেন। কমলা বেল্ট অর্জন করেছেন ফারহান মাহমুদ, মো: জোহা, মায়েশা জমজম, মো: নুরুল্লাহ, টুইংকেল সাহা, তমু বর্মন, মো: রুপম, মো: আবিদ হাসান, মো: মাশফি, মোসা: মুসকান, মো: তাহা। হলুদ বেল্ট অর্জন করেছেন সাদিয়া আক্তার, রাকিবুল ইসলাম, মাহাদী হাসান, কবির হোসেন, শাহাদাত হোসেন, আনিকুল ইসলাম।
এছাড়াও পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সম্মাননা মেডেল পেয়েছেন, মেহেদী হাসান অন্তর, মাহবুবুর রহমান সায়হান, মোসা: নোহা, মো: জোহা।