Daily Prothom Barta - Menu
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গলাকাটা তরুনীর পরিচয় শনাক্ত
রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টর থেকে গলাকাটা তরুনীর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পুলিশ বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ পরীক্ষা করে। এ পদ্ধতিতে জানা যায়, নিহত তরুণীর নাম রানী (২৯)। তিনি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. কাশেমের মেয়ে।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে এখানে ফেলে যায়। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। শিগগিরই মামলা গ্রহণ করে তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করা হবে।”