Daily Prothom Barta - Menu
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুণে ১৪ দোকান পুড়ে ছাঁই


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে৷
মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় সিদ্ধিরগঞ্জের মক্কীনগর এলাকায় ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ৷
তবে আগুণের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি ৷
স্থানীয়রা জানান, রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুণ দেখতে পান৷ এ সময় তারা কাচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৷ তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায় ৷ ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় স্থানীয়রাও এগিয়ে আসেন।
এ সময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিদ্যুৎ কর্মী ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন৷
কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান,কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে এবং মার্কেটের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম