Daily Prothom Barta - Menu
মাদক মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত কামাল গ্রেফতার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: কামাল (৩০)কে গ্রেফতার করেন র্যাব ১১ সদস্যরা ।
সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে বরে নিশ্চিত করেছে র্যাব ১১ মিডিয়া অফিসার এ এস পি সনদ বড়ুয়া।এর আগে রোববার রাতে তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গেস্খফতার করা হয় ।
গ্রেফতারকৃত মো: কামাল (৩০)নারায়ণগঞ্জ বন্দর কাজীপাড়া এলাকার মো: নান্নু মিয়ার ছেলে ।
র্যাব ১১ প্রাথমিক অনুসন্ধানে জানতে পায় , গ্রেফতারকৃত আসামী মো: কামাল (৩০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা একটি মাদক মামলা ১০ বছরের কারাদন্ড দেয় আদালত ।সে থেকে পলাতক থাকে ।েেরাববার রাতে র্যাবে গোয়েন্দার একটি টিম তাকে নজরধারী করে।পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে গেস্খফতার করে ।