Daily Prothom Barta - Menu
স্বামী নয় তার সর্ম্পদ চায় স্ত্রী কু-পরার্মশকারী ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশিত: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
স্বামী নয় তার সর্ম্পদ লিখে নিতে চায় স্ত্রী ।স্ত্রীকে কু-পরার্মশকারী তার মা ও ভাইসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ী মনিরুল ইসলমা ।
সোমবার (১৫ এপ্রিল) বিকালে ফতুল্লা মডেল থানায় এ অভিযোগ দায়ের করে ।অভিযুক্তরা হলেন , জিয়াসমিন ডলি (৪৫) ফতুল্লা মডেল থানার আফাজনগর এলাকার মৃত.মহিউদ্দিনের স্ত্রী একাই বাসিন্দা মো: নুরুল ইসলাম (৫০), সাকিব (৩০) ,নুরুল হক ইমন (৪৫) ও মোসাম্মদৎ লামিয়া ইসলাম (২৯) ।
অভিযোগে জানা গেছে, ইসলামী শরীয়ত মোতাবেক ১৪ বছর পূর্বে মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর এলাকার বর্তমান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা মাসদাইর শেরে বাংলা লিংক রোড় এলাকা মো: মনিরুল ইসলামের সাথে মোসাম্মদৎ লামিয়া ইসলামের বিবাহ হয় ।তার পর থেকে স্ত্রীর মোসাম্মদৎ লামিয়া ইসলাম পরিবার আর্থিক স্বচ্ছল না থাকায় বিভিন্ন সময় সামজিক ভাবে মর্যাদা র্মযায়ত করা লক্ষ্যে আর্থিক সহয়তা করি থাকে ।এর মধ্যে তাদের ঘরে ৪টি সন্তান জম্ম গ্রহন করে ।২টি ছেলে ও ২টি কন্যা সন্তান হয় ।বিভিন্ন সময় মোসাম্মদৎ লামিয়া ইসলাম তার মা ও ভাই আত্মীয় স্বজনের কু-পরার্মশে পরিবারে অশান্তি সৃস্টি করে ।ইতিমধ্যে গত ১০ এপ্রিল রাত ৮ দিকে সন্তানদের রেখে আমাকে হুমকি দিয়ে তার বাপের বাড়ী চলে ।এমন কি সন্তানদের তার মায়ের সাথে দেখা করতে দেয় না ।এমন অবস্তায় আমি ও আমার সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি ।
ফতুল্লা মডেল থানার ইন্সেপেক্টর মাসুদ রানা জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি ।তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে ।