Daily Prothom Barta - Menu
সর্ম্পত্তির কাছে হার মানলো চার সন্তানের ভালবাসা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
মোসাম্মদৎ লামিয়া ইসলাম(২৯) ইসলামী শরীয়ত মোতাবেক ১৪ বছর পূর্বে মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর এলাকার বর্তমান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা মাসদাইর শেরে বাংলা লিংক রোড় এলাকা মো: মনিরুল ইসলামের সাথে।সুন্দর ভাবে চলছিল সংসার ।তাদের কোল জুড়ে আসে ৪ সন্তান ।হঠাৎ কালনাগিনীর নজর পড়ে তাদের সংসারের উপর ।সর্ম্পত্তির উপর লোভ জাগে স্ত্রীর ।স্বজনদের কু পরামর্শে স্বামী সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে স্ত্রী ।লিখে দিতে হবে সম্পর্ত্তি ।স্ত্রীর আবদার রাখল না স্বামী ।তাই ৪ সন্তান রেখে বাপের বাড়ী চলে গেল স্ত্রী। মায়ের লোভের বলি কোমলমতি সন্তান ।সর্ম্পত্তির কাছে হার মানলো চার সন্তানের ভালবাসা।
এলাকাবাসির কারো মুখেই কোনো ‘রা’ নেই। সবাই হতবাক। কেউ কেউ বলে উঠছিলেন, ‘এ কেমন মা’! আবার কেউ বলছেন, ‘হায় রে সর্ম্পত্তি’ ।
মনিরুল ইসলাম জানান,ব্যাংক লোন পরিশোধের পূর্ব পযর্ন্ত আমার সন্তান ও কিছু পাবে না ।আর যদি বেশী অর্থ প্রয়োজন হয় ,তাহলে কামাই করে নাও।
তিনি আরো জানান, আমি শুধু এতটুকুই বলতে চাই ,কুকুরের কাজ কুকুর করেছে ,কামড় দিয়েছে পায় ,,তাই বলে কি ,কুকুর কে কামড়ানো মানুষের শোভা পায় ।