Logo

শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৯

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুণে ১৪ দোকান পুড়ে ছাঁই
সোনারগাঁ পল্লী বিদ্যুত ডিজিএমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

শহর  প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: জসীম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রাহক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। ডিজিএম’র স্বেচ্ছাচারিতা, অসদ আচরণ, অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগ তুলে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার গ্রাহক আনোয়ার হোসেন, শফিউদ্দিন, সোনারগাঁ পৌরসভার মাসুম বিল্লাহ, মাহমুদ হাসান, টগর আহমেদ, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, রাজু আহমেদ, খোকন সরকার প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি গ্রাহক আনোয়ার হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ-১ ডিজিএম জসীম উদ্দিনের স্বেচ্ছাচারিতায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তার গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফরর্মার নষ্ট হয়ে গেলে পল্লী বিদুৎ কার্যালয়ে যান। যাওয়ার পর  ঠিক হয়ে যাবে বলে দেন। দু’দিন যাওয়ার পর ঠিক না করায় তার কাছে পুনরায় গেলে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেন।

 তাছাড়া দ্রুত তাকে এ কার্যালয় থেকে অপসারণ করে বদলি করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে বদলি করা না হলে কঠোর কর্মসূচী দেওয়ার হুমকি দেওয়া হয়।

মাসুম বিল্লাহ নামের গ্রাহক বলেন, ডিজিএম সাধারণ মানুষকে পাত্তা দেন না। গ্রাহকদের সাথে খারাপ আচরণ করেন। তার রুমে সহজে কাউকে প্রবেশ করতে দেন না। তার এক ভাই আমলা ও সচিবের ভয়ভীতি দেখায়। আমরা পৌরবাসী তার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছি। তার কার্যালয়ের অন্যান্যরাও আমাদের সাথে সহযোগিতা করেন না। জননেত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুৎ উদ্যোগকে তার মতো ডিজিএমের কারণে ব্যঘাত ঘটতে দেওয়া যাবে না। তাকে দ্রুত অপসারণ চাই।

শফিকুল ইসলাম নামের আরেক গ্রাহক বলেন, পল্লী বিদ্যুতের কার্যালয়টি এখন সিন্ডিকেটের কবলে পড়েছে। সিন্ডিকেট থেকে দ্রুত সাধারণ মানুষকে উদ্ধার করতে হবে।
বন্দর উপজেলার পল্লী বিদ্যুতের লাইনম্যান রেজাউল করিমের ছেলে হিমেল মিয়া ও টিপরদী এলাকার ভাড়াটিয়া আক্কাস ওরফে বরিশালের আক্কাস ও প্রশাসনিক কর্মকর্তা আলমগীরের নেতৃত্বে একটি সিন্ডিকেট রয়েছে। সকল টাকা পয়সার লেনদেন তারা করে থাকে। টাকার বিনিময়ে সিন্ডিকেটের মাধ্যমে আবেদন করলেই অনুমোদন হয়। না হলে বিভিন্ন অজুহাতে আবেদন বাতিল করে দেয়। আমরা স্বেচ্ছাচারী ডিজিএমকে অপসারণ চাই।

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ-১ ডিজিএম মো. জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে গ্রাহক বা সাধারণ মানুষ নেই। অন্যায় আবদার না রাখার কারনে একজন ষড়যন্ত্র করে মানববন্ধন করিয়েছে। এগুলো তার আত্মীয় স্বজন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (সদর দপ্তর) প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন বলেন, মানববন্ধন ও বিক্ষোভের বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে উর্ধ্বতন কার্যালয়ে জানানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   দাদা-বাবা কবর জিয়ারতে মা’র ‍বুকে জাকির খান    ১৭ বছর পর বিএনপি সমবেশে জনস্রোত    সোনারগাঁয়ে নিখোঁজের ৫দিন পর ঝোঁপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার    ত্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার আসামি ৫ দিনের রিমান্ডে    লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু শুক্রবার    সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি    সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুণে ১৪ দোকান পুড়ে ছাঁই    আড়াইহাজারে পারিবারিক কলহের জের একজনকে  পিটিয়ে হত্যা    বন্দরে রামনগরে দুই পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট সাবেক যুবদল নেতাসহ উভয় পক্ষের  আহত- ১০      বিপুল পরিমান মাদক সহ মোরছালিন গ্রেপ্তার    নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী    বন্দরে অচেতন করে কিশোরীর নগ্ন ভিডিও ধারণ, পালক পিতাকে পুলিশে সোপর্দ     সদস্য সচিব টিপুকে চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে দিগুবাবু বাজারে ব্যানার টানিয়েছেন বাজার ঐক্য সংগঠন    ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন    ইটভাটার ঝোপ থেকে মোঃ বাইজিদ আকন নামের ৯ বছর শিশুর লাশ উদ্ধার     বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার    সংস্কারের কথায় কান ঝালাপালা, কী সংস্কার করেছেন জানি না : মির্জা আব্বাস     নারায়ণগঞ্জে তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পলক    সোনারগাঁয়ে এসি’র কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ যুবক নিহত    ওমরা হজ্জ পালন করতে আবুল কালাম পরিবার